
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার (১৭ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পিয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রমতোষ সাহা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল প্রমুখ।
উল্লেখ্য, গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী গ্রামের মোছা. জামিলা বেওয়া (৬৬) কে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে চলাচল করতে না পারায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন এই হুইল চেয়ারটি বিতরণ করেন।