গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ মে,২০২৩) কলেজের অডিটোরিয়াম রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হাসান রাসেল মাহমুদ তাপসের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালের ১ লা জুলাই।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক হামিদুল হক, তথ্য ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক-শাফিউর রহমান চৌধুরী জোহা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক-মোশাহেদুল ইসলাম।
এছাড়া আরো বক্তব্য রাখেন-অব: সেনা সদস্য ও সমাজসেবক- আবু মুসা, পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য-আব্দুর রশিদ সরকার ও উক্ত কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি-আব্দুল মজিদ সরকার।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক, আব্দুস সামাদ আজাদ।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক, জাহাঙ্গীর হোসেন ভুঞা।