
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ, সরকারি চাকরীজীবিদের ন্যায় বাড়ী ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান ও অবসর গ্রহণের তিন মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদানের দাবীতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে আগামী ১০ মে বুধবার সকাল ১০টায় গানাসাসের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান কর্মসূচী সফল করতে গাইবান্ধা জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনালের শিক্ষক কর্মচারী উপস্থিত থাকার জন্য আহবান জানান যাচ্ছে।
এ উপলক্ষে শনিবার (৬ মে) জেলা শহরের ১নং রেলগেট এলাকায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বাকশিস গাইবান্ধা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) একরামুল হক খানের সভাপতিত্বে বিশেষ সভায় বক্তব্য রাখেন সাধারণ স¤পাদক কাজী আবু রাহেন শফিউল্যা, বাকশিস সদর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদের, সাধারণ স¤পাদক মধু মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলার সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, সাধারণ স¤পাদক মো. আব্দুল আজিজ, বাকশিস সাদুল্যাপুর উপজেলা সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ স¤পাদক অধ্যক্ষ (ভার.) আব্দুল বারি, পলাশবাড়ী উপজেলার সহ-সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ স¤পাদক শহিদুল্যাহ কায়সার লাভলু, সুন্দরগঞ্জ উপজেলার সভাপতি উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, সাধারণ স¤পাদক শান্তু মিয়া, সাঘাটা উপজেলা সভাপতি উপাধ্যক্ষ মোমিতুল হক নয়ন, সাধারণ স¤পাদক মো. রেজা মিয়া, ফুলছড়ি উপজেলার সংগঠক মো. মোজিবুল হক, অধ্যাপক রোকেয়া খাতুন, মোস্তাফিজুর রহমান, মো. আতিকুর রহমান ও মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।
বক্তারা আগামী ১০ মে বুধবার সকাল ১০টায় গাইবান্ধা গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য বেসরকারি এমপিওভুক্ত সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের উপস্থিত থাকার জন্য উদার্ত আহবান জানান।