
শ্রমিক সংকট ও অধিক শ্রমমূল্যের কারণে ধান কাটতে অসমর্থ অস্বচ্ছল কৃষকদের শ্রম-সহায়তা করছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ সুমনের উদ্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা পৌরশহরের বাড়াইপাড়া গ্রামের রবিউল মিয়ার ৩৮ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেন। এ কর্মসূচীতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল।
কৃষক রবিউল মিয়া জানান, শ্রমিক সংকট এবং শ্রমমূল্য বেশী হওয়ায় অর্থাভাবে ধান কাটতে পারছি না। উপজেলা ছাত্রলীগ কর্মীরা ধান কেটে ঘরে তুলে দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএমে মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, শ্রমিক সংকট ও অধিক শ্রমমূল্যের কারণে যেসব কৃষক ধান কাঁটতে পারছেন না। এখন থেকে চলতি মৌসুমে প্রতিদিনই অস্বচ্ছল কৃষকদের উঠতি ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়া দেয়া হবে। এ কর্মসূচি অব্যাহত থাকবে।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল জানান, শ্রমিক এবং আর্থিক সংকটের কারণে ধান কাঁটতে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।