
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দিতে তাদের তালিকা তৈরি করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুধবার বিকালে ঢাকা দক্ষিণের নগর ভবনে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত মার্কেটগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার ভয়াবহ এক আগুনে পুড়ে যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন বঙ্গবাজার।
সেখানে মূল মার্কেটে রয়েছে চারটি ইউনিট, বঙ্গবাজার কমপ্লেক্স, গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট। আগুনে বঙ্গবাজারের মূল মার্কেট সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে এনেক্সকো টাওয়ার, মহানগর কমপ্লেক্স, বরিশাল প্লাজা ও বঙ্গ ইসলামিয়া মার্কেট।এসব মার্কেটের দোকানের অধিকাংশ পুড়ে ছাই হয়ে গেছে, যেগুলো টিকে আছে, সেগুলোরও অধিকাংশ মালামাল পুড়েছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা ৫ হাজারের মতো বলে একটি হিসাব দিয়েছে ডিএসসিসি।
ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীদের সরকারের পক্ষ থেকে সহায়তার পাশাপাশি সিটি করপোরেশনের নিজস্ব তহবিল হতে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র তাপস।তিনি বলেন, “এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত অনুদান দেবেন। পাশাপাশি, আমরাও আমাদের সক্ষমতা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দেব।”
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে একটি কমিটি করেছে ডিএসসিসি। ওই কমিটির সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা শনিবারের মধ্যে প্রস্তুত করার কথা বলেন মেয়র। তিনি বলেন, “তালিকা প্রণয়নে যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বাইরে অন্য কারও নাম না আসে, সেজন্য আপনারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করুন। আমাদের কমিটিকে সহায়তা করুন।