পাট চাষীদের পাট চাষে আগ্রহী করে তুলতে পাঠ অধিদপ্তর কর্তৃক উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পাট চাষীদের মাঝে পাট বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
আজ সোমবার প্রথম দিন উপজেলা পরিষদ চত্বর হতে ৩ শত জন চাষীর হাতে এসব পাট বীজ বিতরণের মাধ্যমে উদ্বোধন করেন তিনি। এসময় উপজেলা পাট অধিদপ্তরের উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা খোকন সরেন ,স্থানীয় পাটচাষী ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৩ হাজার পাট চাষীর মাঝে এ প্রকল্পের আওতায় ১ কেজি পাট বীজ ও ১২ কেজি করে সার প্রদান করা হবে।