আন্তর্জাতিক ডেস্ক:
কাতারের সঙ্গে চলমান বিরোধের কারণে সৌদি আরব সম্প্রতি আফ্রিকার দেশগুলোর কাছে কঠিন চরমপত্র জারি করেছে। আর তা হল – ‘আপনাকে হয় আমাদের সঙ্গে থাকতে হবে অথবা আমাদের বিরুদ্ধে যেতে হবে।’
এই চরমপত্রে একটি ব্যাপ্তি প্রকাশ পেয়েছে। সেটি হলো মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বি দেশগুলো আফ্রিকার মুসলিম দেশগুলোকে নিয়ে নিজেদের ইচ্ছেমত খেলছে।
লন্ডনে আফ্রিকান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এডওয়ার্ড পাইস বলেন, ‘এ মুহূর্তে আফ্রিকার দেশগুলো পক্ষ নেয়ার জন্য কঠিন চাপের সম্মুখীন হচ্ছে। এটি তাদের জন্য খুবই বিপজ্জনক পরিস্থিতি।’
চাপের মুখে ইতোমধ্যে কাতারের সঙ্গে কয়েকটি দেশ তাদের সম্পর্ক হ্রাস বা ছিন্ন করেছে।
তাদের মধ্য মৌরিতানিয়া প্রথম দেশ হিসেবে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এর পরপরই সেনেগাল, শাদ, গ্যাবন এবং নাইজার খুব দ্রুতই মৌরিতানিয়াকে অনুসরণ করে।
ইরিত্রিয়ার সঙ্গে সীমান্ত বিরোধে মধ্যস্থতা করার জন্য কাতারের উপর নির্ভরশীল জিবুতি। দেশটি বলছে, তারা পারস্য উপসাগরে সৌদি আরবের সীমান্তবর্তী ছোট দেশটির সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক হ্রাস করবে।
ইরিত্রিয়াও ইতোমধ্যে কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে।
এর ফলাফলও প্রায় তাৎক্ষণিক।
লোহিত সাগরের উপকূলে রাশ ডুমিইরার বিতর্কিত সীমান্ত থেকে কাতার তাদের শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নিয়েছে; যেটি বিশ্বের সর্বাধিক ব্যস্ততম শিপিং রুটগুলোর অন্যতম। এর ফলে কাতারের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে।
সূত্র: আরটিএফআই