গাইবান্ধা প্রতিনিধিঃ
বুধবার (২২মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ৪র্থ পর্যায়ের জমির দলিল ও ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।
জানা যায়, ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন অর্থাৎ যাদের জমিও নেই ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য নতুন করে উপজেলায় ৮৫ টি পরিবারের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে।
এ প্রকল্পে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ীতে ৩ টি, হোসেনপুর ইউনিয়নের কড়িয়াটায় ৭ টি,কদমতলী(খাসবাড়ী)১২ টি,সাইনদহতে ৩৮ টি,শ্রীকলায় ৪ টি, মহদীপুর ইউনিয়নের ফরকান্দাপুরে ৬ টি, বেতকাপা ইউনিয়নের রাজনগরে ৩ টি, মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দায় ৫ টি এবং তালুক ঘোড়াবান্দায় ৭ টিসহ মোটে ৮৫ টি ঘর নির্মাণ করা হয়।প্রতিটি ঘরের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫শ টাকা। প্রতিটি ঘরের দুটি রুম, একটি বাথরুম, একটি কিচেন রুম ও একটি কমন স্পেস রয়েছে।
পলাশবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড,উম্মে কুলছুম ম্মৃতি,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ,উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন ,উপজেলা সহকারী কমিশনার(ভুমি)এসএম ফয়েজ উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ,সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বতজান চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদজ্জামান প্রান্ত, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ,মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।