
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যাগে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. রবিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সাভিসের মো. উপ-পরিচালক জাকির হোসেন। অন্যান্যদের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারি পরিচালক মো. আব্দুস সালাম, বিআরটিএ-এর সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনে ফিল্ড অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মিরাজুল ইসলাম। শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মাও. আব্দুস সিদ্দিকী।