গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার হাসেম বাজার কদমতলী এলাকায় সড়ক দূর্ঘটনায় শামসুজ্জামান (৩৫) নামে এক অটোরিকসা চালক নিহত হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার হাসেম বাজার কদমতলী এলাকায় একটি মিনি ট্রাকের সঙ্গে অটোরিকসা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকসা চালক শামসুজ্জামান মারা যান। সড়ক দূর্ঘটনায় নিহত অটোরিকসা চালকের বাড়ী সদর উপজেলার হাসেম বাজার কদমতলী এলাকায়। সদর থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, ঘাটক মিনি ট্রাকটি আটক করে থানা নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতোম।