
‘নিরাপদ জ্বালানি-ভোক্তা বান্ধব পৃথিবী’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ টাউন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, প্রেস ক্লাব পলাশবাড়ীর সভাপতি মনজুর কাদির মুকুল, রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম আজম, হোটেল ব্যবসায়ী হারুন ও হাবিবুর রহমান প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধিবৃন্দ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।