
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৩সোমবার (২৭ ফেব্রুয়ারি ) উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ও বীরমুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং উপস্থিত কর্মকর্তাবৃন্দ। বক্তব্যে সবাই পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন এবং পরিসংখ্যানিক তথ্যের সঠিকতা,মানসম্পন্নতা ও জবাবদিহিতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ সময় পরিসংখ্যানের ভিষণ, মিশন ও গুরুত্ব নিয়ে বিষদ আলোচনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসাইন।