
গাইবান্ধার পলাশবাড়ীতে স্বাস্থ্যকর জীবনধারার জন্য শারীরিক ব্যায়াম, খাদ্যাভ্যাস এবং বিশ্রামের উপকারিতা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনভর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সম্মলন হলে কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মুহাম্মদ আনিসুর রহমান।
গাইবান্ধা জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে এবং লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রোমোশন অপারেশনাল প্লানের আওতায় জেলা ও উপজেলা পর্যায় কর্মশালার অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রোমোশনাল স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের আয়োজন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন ও আনোয়ারা বেগম।
স্বাস্থ্য বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য-উপাথ্য সম্বলিত বক্তব্যদানসহ কর্মশালার সঞ্চালনায় ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ‘এলসিডি কর্ণার উদ্বোধনের অপেক্ষায়। যেখান থেকে ৫০ বছরের ঊর্ধ্বে বয়সি প্রকৃত সুবিধাভোগিরা নির্দিষ্ট কার্ডের মাধ্যমে বিনামূল্যে তাদের ডায়াবেটিস, ব্লাড ও স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ সেবাসমূহ নিতে পারবেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোস্তাফিজুর রহমান রাজা, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, প্রেস ক্লাব পলাশবাড়ী’র সভাপতি মনজুর কাদির মুকুল, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও মাসুদ রানাসহ প্রমুখ বক্তব্য রাখেন।