গাইবান্ধা প্রতিনিধিঃ ঢাকাস্থ গাইবান্ধা সদর উপজেলা সমিতি ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. সৈয়দ শামস- উল আলম হিরু। পরে ঢাকাস্থ গাইবান্ধা সদর উপজেলা সমিতির আহবায়ক মানিক চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) কফিল উদ্দিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মশরুকুর রহমান খালেদ বিপিএম ও গাইবান্ধা পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারী কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম ও সার্ক কারাবান সোসাইটির সভাপতি এটিএম মোমতাজুল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি ড. মাহবুব আলম, সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ, সদর সমিতির সদস্য সচিব ও প্রধান উদ্যোক্তা সোহানুর রহমান সোহান ও সমিতির সদস্য বাংলাদেশ পেশকার সমিতি প্রধান উদ্যোক্তা আনারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালন করেন, সমিতির যুগ্ম আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান আতিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ সাদ্দাম হোসাইন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।