
বিদ্যুৎ-গ্যাস-চাল-ডাল-তেল-আটা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ছাড়াও সার-ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় পদযাত্রায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
এদিকে; উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে পদযাত্রায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, হোসেনপুরে পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আজাদুল ইসলাম আকন্দ, পৌর যুবদল আহবায়ক আব্দুল লতিফ, মহদীপুরে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, বেতকাপায় জেলা বিএনপি’র নেতা শহিদুল ইসলাম রাজা, উপজেলা শ্রমিকদল নেতা হযরত আলী, পবনাপুরে উপজেলা কৃষকদল সভাপতি শফিকুল ইসলাম ছকু, পৌর যুবদল সদস্য সচিব হেমাইদুল ইসলাম মেহেদী, মনোহরপুরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন, হরিনাথপুরে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাইদার রহমান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল প্রমুখ। এসময় উপজেলা এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।