
গাইবান্ধার পলাশবাড়ীতে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প আওতায় কৃষকদের সরিষার ফসল পরিদর্শন করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর মুন্সিপাড়া তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি কৃষক গ্রুপের মাধ্যমে জমিতে প্রযুক্তি গ্রাম তেল ফসল বৃদ্ধি লক্ষ্যে সরিষার ফলন পরিদর্শন রংপুর কৃষি বিভাগের ইপিওসি মনিটরিং অফিসার মো. জাহাঙ্গীর আলম। এসময় গাইবান্ধা কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. রোস্তম আলী, উপজেলা কৃষি অফিসার মোসা. ফাতেমা কাওসার মিশু, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন, কৃষক শামীম আহম্মেদ ছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রযুক্তি গ্রামের ১০ একর জমিতে সষিরা ছাড়াও উপজেলা কৃষি প্রনোদনার মাধ্যমে প্রায় ৫০ বিঘা জমিতে সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে। এরআগে প্রযুক্তি গ্রাম পরিদর্শন করেন গাইবান্ধা কৃষি বিভাগের উপপরিচালক (ডিএই) মো. বেলাল হোসেন। তিনি প্রযুক্তি গ্রামের ফসল উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ করেন।