
মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে মহিলা ফুটবল ট্রুর্ণামেন্টের উদ্বোধন করলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন । আজ ৪ ফেব্রুয়ারি শনিবার বিকাল চারটার সময় চতরা উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় ।টুর্নামেন্ট শুরুর পৃর্বে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক শাহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি প্রভাষক হাসান আলী ‘সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ‘বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাবিবুর রহমান ‘রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহ রতন সাধারণ সম্পাদক ও চতরা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব’ চতরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান রাঙা ‘ইউপি সদস্য নুর মোহাম্মদ গোল্লা প্রমুখ । উদ্ভাবনী দিনে ঢাকা জেলা মহিলা ফুটবল দল বনাম রংপুর জেলা মহিলা ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করছেন । মহিলা দলের খেলা দেখতে পীরগঞ্জ উপজেলা পেরিয়ে অন্যান্য উপজেলা থেকে হাজার হাজার ফুটবল প্রেমি খেলা উপভোগ করতে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত কোন পক্ষ গোল করতে পারে নাই। ।