পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি টানেলের কাছে যাত্রীবাহী বাস ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে।
আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোরে একজন উদ্ধারকারী কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানান।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়।
উদ্ধারকারী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, ‘আমরা সব হতাহতদের কোহাতের একটি হাসপাতালে নিয়ে এসেছি।’