
গাইবান্ধার পলাশবাড়ীর মহদীপুর চৌধুরি বাড়িতে বিশেষযন্ত্রে গোয়ালঘরের তালাকেটে পিকআপযোগে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫ টি গরু চুরি সংঘটিত হয়েছে।
জানা গেছে, উপজোর মহদীপুর ইউপি’র মহদীপুর গ্রামের চৌধুরি বাড়ির জাহাঙ্গীর চৌধুরি অন্যান্যদিনের ন্যায় মঙ্গলবার পরিবারসহ রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। এদিকে গভীররাতে সংঘঘবদ্ধ গরু চোরদল প্রথমে বাড়ির প্রধান বদ্ধ গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। এরপর তালাবন্ধ গোয়ালঘরের তালা বিশেষযন্ত্র দিয়ে কেটে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের দু’টি দুধেল গাভী, দু’টি বাছুর ও একটি বকনা চুরি করে দ্রুত সটকে পড়ে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, চোরদল একটি পিক আপ যোগে চুরি করে কেটে পড়ে। এসময় তালাকাটা একটি যন্ত্র পার্শ্ববর্তি কবর স্থানে ফেলে যায়। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে।