
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় এক বিশাল আনন্দ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।
গোলাম সরোয়ার প্রধান বিপ্লব উপজেলা আওয়ামী লীগে স্বপদে থেকে বিগত ২০২০ সালে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে মেয়র নির্বাচিত হন। এরআগে তাঁকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় আ’লীগ তাঁকে বহিস্কার করেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বিশাল আনন্দ মিছিলসহ শহর প্রদক্ষিণ শেষে শহরের শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাস্কর্যে শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা তাঁতীলীগ ও কৃষকলীগ ছাড়াও অন্যান্য সহযোগি সংগঠনসহ উপজেলার সর্বস্তরের জনগনের অংশগ্রহণে মিছিলটি স্থানীয় গাইবান্ধা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শহীদ মিনার মাঠে সমেবেত হয়। এসময় শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ কবির সুমন, মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি পৌরসভার প্যানেল মেয়র আব্দুস ছোবহান মন্ডল বিচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আসাদুজ্জামান শেখ ফরিদ, সাবেক ছাত্রনেতা অলক রায়, জেলা তাঁতীলীগ নেতা শরিফুল ইসলাম পল্লব প্রধান, উপজেলা তাঁতীলীগ সভাপতি আক্তারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ সুমন ও পৌর ছাত্রলীগ আহবায়ক মাসুম সরকারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানান।