
গাইবান্ধার পলাশবাড়ীর পবনাপুর ইউপি সদস্যদের আহবানে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন গতকাল বুধবার পলাশবাড়ী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সদস্যদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য শাহীনুর বেগম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ইউএনও ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন অত্র ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য। অভিযোগ দাখিলের প্রায় এক মাস অতিবাহিত হলেও গাইবান্ধা জেলা প্রশাসক ও পলাশবাড়ী নির্বাহী অফিসার অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে স্থবির হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম। চেয়ারম্যান নিয়ম-নীতির তোয়াক্কা না করে একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে সরকারি পরিপত্র উপেক্ষা করে মনগড়া ভূমিকা পালন করে আসছেন। এক্ষেত্রে ইউপি সদস্যদের সাথে কোনরূপ পরামর্শ না করে বেপরোয়া মানসিকতায় অবৈধ পন্থায় পরিষদের কার্যক্রম অব্যাহত চালিয়ে যাচ্ছেন। ফলে ইউনিয়নবাসী সরকারি প্রকৃত সেবা প্রাপ্তি থেকে যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি উন্নয়নমূলক কর্মকান্ড থেকে অত্র এলাকা পিছিয়ে পড়ছে। চেয়ারম্যান ২০২১-২২ অর্থবছরে ভূয়া প্রকল্প দেখিয়ে ১% অর্থ ছাড়াও পরিষদের আদায়কৃত অর্থ ব্যাংকে জমা না রেখে তিনি নিজেই পকেটস্থ করেছেন। এছাড়া জন্ম নিবন্ধনের সরকারি নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় অব্যাহত চালিয়ে যাচ্ছেন। অপরদিকে ; জনসাধারণের নিকট গ্রাম আদালতের বিপরীতে ১০/২০ টাকা নেয়ার কথা থাকলেও চেয়ারম্যান সেখানে ৪’শ টাকা পর্যন্ত ফি নিচ্ছেন। টিসিবি সুবিধাভোগীর নামীয় কার্ডের পণ্যসামগ্রী তিনি নিজেই উত্তোলন করে আত্মসাত করছেন। ভিজিএফ এর ৮৪ বস্তা চাল কার্ডধারীদের মাঝে বিতরণ না করে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করেন। পরবর্তীতে থানা পুলিশ চালের বস্তা সমূহ জব্দ করেন। এ ব্যাপারে থানায় মামলা হলে ও চেয়ারম্যানের বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহণ করেনি। ২০২৩-২৪ অর্থ বছরের ভিজিডি কর্মসূচির ক্ষেত্রে অগ্রাধিকার অন্তর্ভূক্তির তালিকা অনিয়ম করে অর্থের বিনিময় দরিদ্রদের বাদ দিয়ে নিজস্ব আত্মীয় স্বজনের মাঝে এসব কার্ড বিতরণ করেন। ২০২১-২২ অর্থ বছর এলজিএসপি’র বরাদ্দকৃত অর্থ ভূয়া প্রকল্প দাখিলের মাধ্যমে আত্মসাৎ করেন। হাট বাজার উন্নয়ন সহায়তা প্রকল্পের টাকায় ভুয়া প্রকল্প দেখিয়ে শুধুমাত্র ভুয়া বিল ভাউচার দেখিয়ে সমস্ত টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, পলাশবাড়ীর পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব রহমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কার্যকর করার জন্য আপনাদের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকতা জরুরি হস্তক্ষেপ কামনা করছি। এ সময় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেরিনা বেগম, শাহ আলম সরকার, সোহেল শেখ, নাছিমা বেগম, গোলাম রসুল, জিয়া আকন্দ ও জিয়াউর রহমান জিন্নাহ।