
‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ টাউন হলরুমে সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. ফাতেমা কাওসার মিশু, পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা ও উপজেলা মহিলা আ’লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু প্রমুখ।
উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।