1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে জাতীয় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ পলাশবাড়ীতে সার ডিলার মা এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা যাত্রা শুরু করলো পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাব, আংশিক কমিটি ঘোষণা গাইবান্ধায় দুর্গোৎসবের প্রতিমায় শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় ফিলিস্তিনি দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান পর্যাপ্ত ত্রাণ প্রবেশ এবং যুদ্ধ বন্ধের দাবীতে পলাশবাড়ীতে মৌন র‌্যালী পলাশবাড়ীতে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার গাইবান্ধায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পলাশবাড়ী সরকারি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে পানির ফিল্টার স্থাপন

নির্বাচনই পাকিস্তানের এগিয়ে যাওয়ার উপায় : ইমরান খান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২০ বার পড়া হয়েছে

অবাধ ও সুষ্ঠু নির্বাচনই হচ্ছে এই মুহূর্তে পাকিস্তানের সংকট সমাধানের একমাত্র উপায়। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন।

পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিণ্ডিতে লংমার্চ কর্মসূচিতে কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিডিও ভাষণে ইমরান খান এ কথা বলেন।

পিটিআই ঘোষিত ‘হাকিকি আজাদি’ লংমার্চ কর্মসূচি আবারও শুরু হয়েছে।

ইমরান গুলিবিদ্ধ হওয়ার পর কয়েক দিন বিরতি দিয়ে আবার চলছে এই কর্মসূচি। এখনো এতে সশরীরে যোগ দেননি ইমরান খান। লংমার্চের গত কয়েক দিনে ভিডিওর মাধ্যমেই বক্তব্য দিচ্ছেন তিনি।

নির্বাচনে দলের সাফল্যের কথা তুলে ধরে সেনাবাহিনীকে ইঙ্গিত করে ইমরান খান বলেন, এস্টাবলিশমেন্ট (সেনাবাহিনী) সরকারের সঙ্গে থাকা সত্ত্বেও পিটিআই ৭০ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে নির্বাচনে। দেশের মানুষ চাপিয়ে দেওয়া নেতৃত্ব মানবে না।

ইমরান খানের বক্তব্যের একটি বড় অংশ ছিল দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে। এ সময় তিনি বলেন, বর্তমানে পাকিস্তান রেকর্ড মাত্রার মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের সেই দিকে দৃষ্টি দেওয়া উচিত। কিন্তু এর পরিবর্তে এই সরকারের লোকজন নিজেদের দুর্নীতির অপরাধগুলো ধামাচাপা দিতে ব্যস্ত।

পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন জোট গত এপ্রিলে ইমরানকে অনাস্থা ভোটে হারানোর পর থেকে তিনি এই সরকারের কথিত দুর্নীতির অভিযোগে সরব রয়েছেন। এই মুহূর্তে দেশটিতে নতুন সেনাপ্রধান নিয়োগ একটি বড় ইস্যু। এ মাসের শেষ দিকে বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ শেষ হবে।

সেনাপ্রধান নিয়োগ বিষয়ে ইমরান খান বলেন, বর্তমান সরকার সেনাপ্রধান নিয়োগ করতে সেনা আইন পরিবর্তন করতে চাইছে। নিজেদের রক্ষা করতেই তারা এটি করছে।

ইমরান দাবি করেন, এখনকার শাসকরা দেশ থেকে পালাতে পারেন। এসব নেতা দেশের জন্য কিছুই করছেন না, করছেন নিজেদের জন্য। ক্ষমতাসীনদের উদ্দেশ্য হচ্ছে, তাদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো নষ্ট করে দেওয়া। তারা কোনো পেশাদার সেনাপ্রধান নিয়োগ করবে না। কারণ তারা দেশের স্বার্থের বিরুদ্ধে।

ভিডিও মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় ইমরান খান তাঁর ওপর গুলিবর্ষণের ঘটনায় চলমান তদন্তকাজ নিয়েও কথা বলেন। তিনি বলেন, এ ঘটনার তদন্ত শুধু প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বেই হতে পারে।

ইমরান দাবি করেন, তাঁর ওপর আক্রমণের ঘটনায় একজনকে আটক করা নিছক প্রতারণা। ওয়াজিরাবাদে ঘটনাস্থলে আরো একজন বন্দুকধারী ছিল।

সূত্র : ডন, জিওনিউজ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft