
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
জেল হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এদিন বিকেলে উপজেলার ডাক বাংলো চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, সহ-সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ সুমনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালন করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা।