গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বৃহস্পতিবার গাইবান্ধায় জেল হত্যা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান,আলোচনা সভা, দোয়া মাহফিল, জাতীয় চার নেতার স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তবারক বিতরণ।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দ্কি এর সভাপতিত্বে শহিদুল ইসলাম আবুর সভাপতিত্বে শোক সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা,সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু,শহর আওয়ামীলীগের সভাপতি ওমরফারুক রুবেল,সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাইফুল আলম সাকা , পিয়ারুল ইসলাম,মাহবুবুল আলম কোট শাহ সরোয়ার কবীর, আমিনুর জামান রিংকু,এমারুল ইসলাম সাবিন, জেলা মহিলা আ.লীগের সভাপতি মাহমুদা পারুল, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারন সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, যুব মহিলালীগের সম্পাদক রেজিনা নাহিদ ফারজানা শিমুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন দুলাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা শ্রমিক লীগের সভাপতি খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মো.আসিফ সরকার সহ জেলা,উপজেলা ও শহর আ.লীগের নেতৃবৃন্দ ।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তানজিমুল ইসলাম জামিল। শোক সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন- খুনি মোস্তকা –জিয়া দোশররা ১৫ ই আগষ্ট কলোরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর কারাগারে এই জাতীয় ৪ নেতাকে হত্যা করে।তিনি বলেন -এই জাতীয় চার নেতাকে হত্যার মধ্যে দিয়ে খুনিরা মনে করেছিল মুক্তিযুদ্ধের বিজয় ও চেতনাকে নিমূর্ল করা যাবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তেমনি বিশ্বে বাংলাদেশ মাথা উচু করে দাড়িয়েছে ।