গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বড় নারায়ণপুর গ্রামে বুধবার বিকেলে বড় নারায়নপুর স্পোটিং ক্লাবের আয়োজনে ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদিনের বার্তা পত্রিকার সম্পাদক প্রকাশক গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্ঠা শাহরিয়ার খসরু লাবলু। এম সাইফুর রহমান ঝিনুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য রেজাউল করিম, বিশুবাড়ী ছাত্র উন্নয়ন ফোরামের সহ-সাধারণ সম্পাদক আশাদুজ্জামান সবুজ। শেষে প্রধান অতিথি শাহরিয়ার খসরু লাবলু চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। ফাইনালে বড় নারায়ণপুর স্পোটিং ক্লাব জয়লাভ করে।