গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে টাকা ছিনতাই কালে জনতার হাতে ছিনতাইকারী জাফু ওরফে জফু মিয়াকে (৪০) বিক্ষুব্ধ জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটেছে, বুধবার বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের উচু পূর্বমাস্তা গ্রামে ইউনিয়ন পরিষদ সংলগ্ন নয়াপাড়া রোডে ইটের ভাটার সন্নিকটে। উক্ত ইট ভাটায় ইট কেনার জন্য নির্মান শ্রমিক নেতা আমিরুল ইসলাম ইট ভাটায় যাওয়ার পথিমধ্যে দিবালোকে ধারালো অস্ত্র ঠেকিয়ে পথরোধ করে মারপিট করে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তার আত্মচিৎকারে অত্রালাকার শত-শত জনতা এগিয়ে এসে ছিনতাইকারী জাফুকে ধাওয়া করে আটক করে। পরে থানায় খবর দিলে বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশে সোপর্দ করে। এঘটনায় উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মজনু শেখ, সাধারণ সম্পাদক মোজামসহ নেতৃবৃন্দ উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছিনতাইকারী জফু’র বিচার দাবী করেন।