
গাইবান্ধা প্রতিনিধিঃ ‘বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩ অক্টোবর) সকালে র্যালীটি জেলা প্রশাসন কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল আয়ামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রেজওয়ান হোসেন, বিএডিসি (সেচ) নির্বাহী প্রকৌশলী চিত্তরঞ্জন রায়, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম প্রমুখ।