সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলে রোববার (২ অক্টোবর) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় কালী মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ। এসময় জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএমে মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি সভাপতি নির্মল মিত্র ও সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরআগে পূজা মন্ডপ প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ উপস্থিত হলে তাঁদেরকে জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং পলাশবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিভাগীয় কমিশনার বলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী এবং গোবিন্দগঞ্জ উপজেলাসহ বিভাগের অন্যান্য উপজেলার পূজা মন্ডপ সমূহ পরিদর্শন করছি। পুলিশ প্রশাসন এবং স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে এবারের শারদীয় দূর্গাপূজা উদ্যাপন হচ্ছে।