সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা প্রশাসন।
শনিবার (১ অক্টোবর) সন্ধায় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন ও থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফারুক হোসাইন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শ্যাম সুন্দর মিত্র ও উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর মো. সোহেল মিয়া ছাড়াও স্ব-স্ব মন্দির কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এ উপজেলায় শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।