খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ-এর নির্দেশে গাইবান্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) নবীউল ইসলাম, এসআই হাবিব-উল-বাহারসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত একমাস পূর্বে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে একটি সিএনজি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে ২৭ জুন রাতে প্রথমে উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন মরিচাপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী ডাকাত সর্দার আঃ রাজ্জাককে (৩১) গ্রেফতার করে।
পরবর্তীতে তার দেয়া তথ্য অনুসারে রাজ্জাকের অন্যতম সহযোগী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোয়ালপাড়া গ্রামের মোঃ মধু চোরের ছেলে কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর আলম (২৫), সদর ইউনিয়নের ছোট আমবাড়ী গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে শফিকুল ইসলাম (২৫), একই গ্রামের মোঃ আনছার আলীর ছেলে শাহজাহান আলী (২৬) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মোঃ মোজাম প্রামাণিকের ছেলে জহুরুল ইসলামকে (২৮) গ্রেফতার করে। এদের বিরুদ্ধে পলাশবাড়ী থানাসহ দেশের বিভিন্ন থানায় সিএনজি, মোটরসাইকেল ও গরু চুরি ছাড়াও বিভিন্ন ডাকাতি-ছিনতাই মামলার সাথে জড়িত। থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২৮ জুন বিকেলে তাদের গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।