গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রুপকার দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে-৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন।
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদুর সঞ্চলনায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপির চেয়ারম্যান জননেতা শরিফুল ইসলাম জর্জ,সাংগঠনিক সম্পাদক হান্নান আযাদ,দপ্তর সম্পাদক রোকনুজ্জামান প্রধান বুদুসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।