গাইবান্ধা জেলা পুলিশের (আর.আই) জনাব মোঃ আইয়ুব আলী পুলিশ পরিদর্শক (সশস্ত্র) হতে সহকারী পুলিশ সুপার পদোন্নতি ও বদলীজনীত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে বিদায়ী সংবর্ধনা দেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু খায়ের এবং অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব আবু লাইচ মোঃ ইলিয়াচ জিকুসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোঃ আইয়ুব আলিকে আন্তরিকঅভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ, মহোদয়ের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২২ উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।