গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গার ব্যবসায়ী শাহ আলম আকন্দের বাড়ির নিচতলার গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ-বিন-শফিক এ অভিযান পরিচালনা করেন। গত রোববার রাতে অভিযান চালিয়ে এ সার জব্দ করা হয়। এ সময় সার ও গোডাউন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শাহ্ আলম আকন্দের বাড়ির গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাড়ির নীচ তলার গোডাউনে অবৈধভাবে মজুত করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। সেইসাথে সার আইন ২০০৬ এর ১২ ধারা মোতাবেক শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত সারগুলো প্রকৃত দরে (প্রতি বস্তা ১০০০ টাকা) কৃষকদের মাঝে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।