
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ে ৪৯তম গ্রীষ্মকালীন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতা আজ সোমবার গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন। এসময় বক্তব্য দেন গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহামুদ হোসেন মন্ডল, জেলা স্কাউট সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
জেলার প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিনটি ভেন্যুতে আয়োজন করা হয়। গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ও ছাত্র মিলনায়তনে দাবা, গাইবান্ধা ইসলামিয়া বালক উচ্চ বিদ্যালয় মাঠে হ্যান্ডবল ও গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। ৫টি ইভেন্টে জেলার সাত উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা অংশগ্রহণ করে।