
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তাধীন সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় আজ ১২ সেপ্টেম্বর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বরে “রুরাল পাইপ ওয়াটার সাপ্লাই স্কীম” কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্ভোধন করেন জনাব এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, এমপি, মাননীয় সংসদ সদস্য, ৩১, গাইবান্ধা-৩ (১ সাদুল্লাপুর-পলাশবাড়ী)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রেজওয়ান হোসেন, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধা, জনাব মোছা: রোখসানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার, সাদুল্লাপুর, জনাব মো: আতিকুর রহমান, সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাদুল্লাপুর উপজেলা। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রকল্পের নির্মান ব্যয় ধরা হয়েছে প্রাশ ২ কোটি টাকা। এই স্কীমটি বাস্তবায়িত হলে উপজেলা পরিষদ এবং এর আশেপাশের প্রায় ৩০০ টি পরিবারের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভবপর হবে।