গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা শহরের এন.এইচ মর্ডান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ইয়াছিন আখতারের স্ত্রী মর্ডান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা এবং গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা দিলরুবা মাসুদা আর নেই। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ৮টায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি গাইবান্ধা শহরের নিউ ব্রীজরোডের বাসিন্দা। গাইবান্ধা সদরের এন.এইচ মর্ডান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. ইয়াছিন আখতারের স্ত্রী। মরহুমা গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বামনীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আনালেরতারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, এন.এইচ মর্ডান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে চাকুরী করে অবসর গ্রহণ করেন। ২০০০ সালে গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। তার ছেলে সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ব্যারিস্টার মাসুদ আখতার পলাশ, মেয়ে ঢাকা সরকারী বাংলা কলেজের এ্যাসিসটেন্ট প্রফেসর হোমায়রা আখতার পাপুল ও গাইবান্ধা জেলা শিক্ষা অফিসের শিক্ষাবিষয়ক গবেষনা কর্মকর্তা সুরাইয়া মুমতাহানা আখতার। মৃত্যু কালে তিনি স্বামী ১ ছেলে ২ মেয়ে নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা শেষে গ্রামের বাড়ি আনালেরতারী পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হবে।