গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের চৌরাহা বাজারের পূর্ব পার্শ্বের জলাশয় থেকে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার আগে গ্রামের ওই এলাকার লোকজন মাছ ধরার জন্য গেলে জলাশয়ে লাশ ভাসতে দেখে চিৎকার দেয়। তাদের চিৎকারে অন্যান্যরা ছুটে গিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রাত ৯টায় লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।