
গাইবান্ধা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মোঃ মাসুদ রানা, অফিসার ইনচার্জ, পলাশবাড়ী থানা, এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে এসআই(নিঃ) রাজু ইসলাম, এসআই(নিঃ) মোঃ শাহজাহান মিয়া, কং/৫৪৬ মোঃ দিলবর হোসেন, কং/১০৭১ মোঃ মসফেকুর রহমান, কং/৩৪২ মোঃ মেহেদী হাসান, ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি চলাকালে ইং-০২/০৯/২০২২ তারিখ ১৬.১০ ঘটিকার সময় যাত্রী বাহী বাস হানিফ পরিবহন যাহার রেজি নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৮২৩২ থামিয়ে চেকিং চলাকালে আসামী ১। মোঃ লিমন মিয়া (৩০), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, সাং-মেডিকেল পূর্বগেট (মোহাম্মদপুর), থানা-কোতয়ালী, জেলা-রংপুর এর হেফাজতে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর ৭৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ২। মোঃ রফিকুল ইসলাম (২৮), পিতা-মৃত আহের উদ্দিন, সাং-মরনেহা ৮নং ওয়ার্ড, থানা-গংঙ্গাচড়া, জেলা-রংপুর এর কাছে থাকা একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতর ৮০ বোতল ফেন্সিডিলসহ মোট ১৫৮ বোতল ফেন্সিডিল পাইয়া পলাশবাড়ী থানার মামলা নং-০৫ তারিখ-০২/০৯/২০২২, ধারা-৩৬(১)সারনির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।