
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম ভবনে উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা। এসময় সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।