
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
তৈল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ ও সারাদেশের নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধা সদর থানা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৩০ আগস্ট) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক মো. আনিসুজ্জামান খান বাবু ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ হাবীব সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, সহ-সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু ও আনিছুর রহমান নাদিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, তাহেরুল ইসলাম রঞ্জু, রাগিব হাসান চৌধুরী, ফরিদা ইয়াসমিন শোভা ও খন্দকার জাকারিয়া আলম প্রমুখ।
বক্তারা বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। তেলের দাম বাড়ার কারণে পরিবহনো ভাড়া বৃদ্ধি পেয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেয়া এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন বক্তারা।