
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোববার গাইবান্ধা সদর উপজেলার পৌরসভাধীন আউশ ধান কর্তনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পৌরসভার ৫নং ওয়ার্ডের গোবিন্দপুর আদর্শপুর দানা ফসল কৃষক গ্রুপের মাঠ দিবস অনুষ্ঠানে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, আদর্শ কৃষক মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নুরুল ইসলামের ৬০ শতাংশ জমিতে ধান কর্তন করা হয়। কর্তনকৃত ধান মাড়াইয়ের পর ৩০ মণ ধান উৎপাদিত হয়। উল্লেখিত চলতি মৌসুমে পৌর এলাকার ৩টি বিলসহ ১৫০ একর জমিতে এই আউশ ধানের চাষ করা হয়েছে।