গাইবান্ধার পলাশবাড়ীতে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক উপজেলা ভিত্তিক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে র্যালীটি উপজেলা পরিষদ টাউন হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মো. সুফিয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তানসহ অন্যান্যরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।