গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিতে সেচ দেয়ার সময় বজ্রপাতের ঘটনায় হায়দার আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামের হায়দার আলী বাড়ির পার্শ্ববর্তী জমিতে আমন ধানের জমিতে সেচ দেয়ার কাজ করছিলেন। এসময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। হঠাৎ বজ্রপাত ঘটলে হায়দার আলী ঘটনাস্থলেই মারা যায়।নিহত হায়দার আলী ওই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। এ ব্যাপারে হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।