
ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাদল আহম্মেদ এর স্বাক্ষরিত সাংগঠনিক পত্রে ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতির লক্ষে গতকাল ২০ আগস্ট তারিখে আগামী ৬ মাসের জন্য গাইবান্ধা জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। কমিটির জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম সরকার,প্রচার সম্পাদক জহির সরকার,দপ্তর সম্পাদক লাজু সরকার,কার্যকারি সদস্য সরোয়ার কবির মজনু। উল্লেখ্য, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর গাইবান্ধা জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন করায় সংগঠনের প্রধান উপদেষ্ঠা সাবেক নৌ- পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, প্রধান পৃষ্ঠপোষক বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাদল আহম্মেদ ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ কে ও নবগঠিত গাইবান্ধা জেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জেলার বিভিন্ন শ্রমিক ও পরিবহন মালিক সমিতি,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠন গুলো।