গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনারপাড়া নামক
স্থানে আজ রোববার মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কে পাওয়ার ট্রলি উল্টে ট্রলি চালক বাবু
মিয়া (৩০) নিহত হয়েছেন। বাবু মিয়া উপজেলার পৌর শহরের মাগুড়া সোনার পাড়ার
গ্রামের রেজাউল করিমের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার এসআই সঞ্জয় সাহা জানান, বাবু মিয়া পার্শ্ববর্তী ভাটা থেকে
ইট বোঝাই করে ট্রলি নিয়ে শহরের মাগুড়া সোনারপাড়ায় যাচ্ছিল। এসময় হঠাৎ ট্রলির
চাকা পাংচার হয়ে ট্রলিটি উল্টে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় গাছের
সাথে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই বাবু মিয়া মারা যায়।