
মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় পলমল সুপার শপ ও পুলিশ ক্যাফে’র উদ্বোধন করা হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে শনিবার (২০ আগস্ট) বিকেলে সদর থানা সংলগ্ন পলমল সুপার শপ ও পুলিশ ক্যাফে’র ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলিম।
তিনি বলেন, এটি একটি পুলিশের কর্পোরেট সোসাইটি। এটি সরকারিভাবে পরিচালিত হবে। এখানে ভালমানের অরিজিনাল পণ্য থাকবে। আশা করছি এটি একটি লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান হবে। এ প্রতিষ্ঠানের পণ্য বিক্রির যে অর্থ লাভ হবে তা পুলিশের শেয়ারহোল্ডাররা অংশীদার হবেন। এসময় ডিআইজি আব্দুল আলিমের সহধর্মিণী জেসমিন মাহমুদ এবং সন্তান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ জেলা পুলিশের কর্পোরেট সোসাইটি নামে সমিতির নিবন্ধন নেয়া রয়েছে। এই সোসাইটির নিবন্ধনে যেন পুলিশ সদস্যরা সদস্য হতে পারে। সে জন্য সমিতির ব্যানারে এই পলমল সুপার শপ প্রতিষ্ঠা করা হয়। এখানে সকল সদস্যদের একটা কম্পিটিশন থাকবে। এটা পুলিশ সদস্যদের স্বাবলম্বী হবার একটা মাধ্যম। এখানে গুণগতমান ও ভালমানের পণ্য থাকবে। পরে ডিআইজি শহরের পুলিশ ব্যারাকের উপরতলার উপর নির্মিত পুলিশ ক্যাফের উদ্বোধন করেন। এসময় গাইবান্ধা পুলিশ ট্রেনিং ইন সার্ভিস পুলিশ সুপার আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু লায়েচ মো. ইলিয়াস জিকু, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, গাইবান্ধা ট্রাফিক ইনচার্জ নুর আলম সিদ্দিক, ট্রাফিক অফিসার হেলাল উদ্দিন, সদর থানা অপারেশন অফিসার জাহাঙ্গীর আলম, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মে. মাসুদ রানা, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ কাওসার আলী, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমানসহ র্যাব, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।