
গাইবান্ধার পলাশবাডী উপজেলার হরিনাথপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে শনিবার (২০ আগস্ট) স্থানীয় ভোরের সূর্য্য বিদ্যা নিকেতন স্কুলে সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সাধারণ স¤পাদক আবুবকর সিদ্দিক, কৃষক শ্রমিক জনতা লীগের পলাশবাডী উপজেলা আহ্বায়ক অ্যাড. আলফ আরসালান খান, সাদুল্যাপুর উপজেলা আহ্বায়ক আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জ্বল, মনোহরপুর ইউনিয়ন সভাপতি আব্দুল মতিন আকন্দ, সাধারণ স¤পাদক বেলাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের হরিনাথপুর ইউনিয়ন সমন্বয়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে দিন আনি দিন খাই মানুষের ভোগান্তি বেড়েছে। সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে , কম খেয়ে বেঁচে আছে মানুষ। কৃষক শ্রমিক মেহনতি মানুষের কল্যাণে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। শেষে মোখলেছুর রহমান সভাপতি ও কামরুল হাসানকে সাধারণ স¤পাদক করে দলের গঠনতন্ত্র অনুযায়ী ৫২ সদস্য বিশিষ্ট কৃষক শ্রমিক জনতা লীগের হরিনাথপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।