
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫১তম শাহাদত বাার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী মেডিকেল অফিসার ডা: মো. শহিদুজ্জামান সেলিম পোদ্দার, সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা- ইমাম হাসান রমিত, আব্দুল্লাহ আল মামুন রাজিব, তৌহিদুল ইসলাম বিমান, আলফাজ আকন্দ, আইয়ুব হাসান সুমন, সাধারণ সম্পাদক কুইন আক্তার প্রমুখ। এসময় ১০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।