গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বাস্থের অর্থায়ানে পৌরসভার সহযোগিতায় ৭ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পাবলিক টয়লেটের উদ্বোধন করেছেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি।
শনিবার (২০ আগস্ট) সকালে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জায়েদ জিথি, প্যানেল মেয়র শাহিন আকন্দ, ২৩ আবাসিক প্রকল্পের আবাসিক প্রকৌশলী কর্তকর্তা মো. কামরুল হাসান, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, জহুরা বেগম, সুইটি বেগমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ; উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আগত সবধরনের রোগী বা রোগীর স্বজনদের প্রয়োজনে আধুনিক সুযোগ সুবিধার নিমিত্তে এই পাবলিক টয়লেটটি স্থাপন করা হয়েছে। এতে গোসলখানা, অযুখানা, টয়লেট ইত্যাদি সুবিধা রয়েছে।